টানা ৬দিন জ্বলছে লস এঞ্জেলস। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ২৪। পাশাপাশি, ১৬ জনের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। যত দিন যাচ্ছে ততই যেন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে এই দাবানল। সূত্রের খবর, শহরের ১২ হাজারেও বেশি বাড়ি এবং কাঠামো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। ঘর ছাড়া লক্ষাধিক মানুষ। গত বুধবার আমেরিকার আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, আমাগী কাল অর্থাৎ মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, হাওয়ার গতিবেগ ক্রমেই জোরালো হচ্ছে। ফলে নতুন করে আগুনের গ্রাসে চলে যেতে পারে একাধিক এলাকা। স্থলভূমিতে হাওয়ার গতিবেগ রয়েছে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পার্বত্য অঞ্চলে তা পৌঁছে যেতে ১১৩ প্রতি ঘণ্টার কাছাকাছি। তাই আগুন নেভানোর কাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমেরিকার সাতটি রাজ্যের পাশাপাশি কানাডা এবং মেক্সিকো থেকেও এসেছে দমকলের আধিকারিকরা। আগুনের জেরে এখন পর্যন্ত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাজার হাজার বাড়ি। চারিদিকে শুধুই ছাই আর বিষাক্ত কালো ধোঁয়া। আকাশপথেও আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।