তিহার জেলে বন্দী কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলীয় নেত্রী অম্বিকা সোনি। কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারকে অর্থ পাচারের অভিযোগে সেপ্টেম্বরে গ্রেপ্তার করেছিল ইডি। আজ দিল্লি হাইকোর্ট শিবকুমারের জামিনের আবেদনের রায় ঘোষণা করবে। তার আগে শিবকুমারের সঙ্গে দেখা করেন সোনিয়া। শিবকুমারের ভাই ডিকে সুরেশও তিহার জেলে যান সোনিয়ার সঙ্গে। ৫৭ বছরের কংগ্রেস নেতার বিরুদ্ধে দীর্ঘদিন কর না দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি কোটি কোটি টাকা আর্থিক লেনদেনের অভিযোগও ছিল।