স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্য-রাজনীতি এই মুহূর্তে সরগরম। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় আলোচনা তুঙ্গে। চিকিৎসকদের গাফিলতির অভিযোগে সরব মৃতার পরিবার। এমন অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে সরব হলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আজ, বুধবার ফলতায় ‘সেবাশ্রয় শিবির’এ হাজির হয়েছিলেন অভিষেক। সেখানে মেদিনীপুর স্যালাইন কাণ্ড নিয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি জানান, “স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু দুঃখজনক। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতি প্রমাণ হলে শান্তি হবেই। স্যালাইন কাণ্ডে যুক্তদের শাস্তি হবেই। কাউকে রেয়াত করা হবে না।” পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “রাজ্য সরকার এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তও চলছে। মানুষের প্রাণ মুক্তোর মতো দামি। ঘটনায় কারও গাফিলতিতে যদি প্রমাণিত হয়,তাহলে কঠোর শাস্তি হবে।”