কলকাতা

পকেটমার, ছিনতাইবাজ ধরতে উন্নত প্রযুক্তির নজরদারি কলকাতায়

কলকাতা: ধনতেরাস উপলক্ষে শহর জুড়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের। অভিনব কায়দায় এবারই প্রথম উন্নত প্রযুক্তির সাহায্যে চলবে নজরদারি। ধনতেরাসের সময় সমস্ত সোনার দোকান এবং তার সংলগ্ন এলাকায় নজরদারি চালাতে নতুন সফটওয়্যার ব্যবহার করছে লালবাজার। সূত্রের খবর, মুখ চিহ্নিতকরণের এক বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হবে সিসিটিভি ক্যামেরায়। ফলে এর মাধ্যমে হাজার ভিড়ের মধ্যেও কোনও অপরাধী অপরাধ করলে তা চটজলদি নজরবন্দি করতে পারবে এই বিশেষ সফটওয়্যার। শহরের এই মুহূর্তে মোট ছটি জায়গায় এই বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করেছে কলকাতা পুলিশ। তবে আপাতত বউবাজার, বড়বাজার, পোস্তা ও নিউ মার্কেট নিয়ে মোট চারটি জায়গায় এই বিশেষ সফটওয়্যার বসানো বলে জানা গিয়েছে। এই বিশেষ সফটওয়ারের ডেটাবেসে সাম্প্রতিককালে পকেটমারি বা ছিনতাইবাজদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হয়েছে। ফলে জনবহুল ভিড়ের মধ্যেও সেই ব্যাক্তি যদি উপস্থিত থাকে, তবে সেই অপরাধীকে খুব সহজেই চিহ্নিত করতে পারবে এই বিশেষ সফটওয়্যার। সূত্রের খবর এই সফটওয়্যার এর গতিবিধির ওপর নজর রাখবে লালবাজারের কন্ট্রোল রুম। এই চারটি এলাকায় এই সফটওয়্যার ব্যবহারের ফল যদি ভাল হয় তাহলে আগামী দিনে শহর জুড়ে এই সফটওয়্যার ব্যবহার করা হবে। যেকোনও উৎসবে ভিড়ের মাঝে সাধারণ মানুষকে সুরক্ষিত করতে আরও একধাপ উন্নত মানের প্রযুক্তির ব্যবহার নিয়ে উচ্ছসিত কলকাতা পুলিশের কর্তারা।