দেশ

হরিয়ানায় বিজেপির সঙ্গে ২ নির্দল, দুষ্যন্ত মত জানাবেন আজ

হরিয়ানা: হরিয়ানার সরকার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। কোনও পক্ষই গরিষ্ঠতা না পাওয়ায় সবার চোখ এখন জননায়ক জনতা পার্টির দুষ্যন্ত চৌতালার দিতেই। শুক্রবার নবনির্বাচিত ১০ জন বিধায়ককে নিয়ে বৈঠকে বসছেন তিনি। কাকে সমর্থন কবা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বৈঠকে। ৮ নির্দলের মধ্যে ২ জনকে ইতিমধ্যেই দিল্লি নিয়ে গিয়েছে বিজেপি। সিরসার বিজেপি সাংসদ সুনীতা দুগ্গাল গোপাল কান্ডা ও রঞ্জিৎ সিংকে ভাড়া করা বিমানে দিল্লি নিয়ে গিয়েছেন। রাতেই গোপাল কান্ডা দেখা করেছেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডার সঙ্গে। অন্যদিকে, এদিনই হরিয়ানায় দলের কৌশল নিয়ে বৈঠকে বসছেন সোনিয়া গান্ধিও।হরিয়ানায় ৯০ আসনের মধ্যে কংগ্রেসের হাতে ৩১টি, বিজেপির ৪০টি। ফলে গরিষ্ঠতার জন্য ৪৬ আসনের থেকে দুই পক্ষই পিছিয়ে। এপর্যন্ত দুষ্যন্ত কোনদিকে যাবেন তা নিয়ে মুখ না খুললেও জানা গিয়েছে তিনি বিজেপি সভাপিত অমিত শাহর সঙ্গে শীঘ্রই দেখা করবেন। বিজেপিও তাঁকে পেতে আগ্রহী। তাঁকে মন্ত্রিসভায় সমান অংশীদারি দিয়ে নির্দলদের ওপর নির্ভরতা কমানোই তাদের লক্ষ্য। ফলে এখন নির্দল এবং লোকনায়ক জনতা পার্টির গুরুত্ব অনেক বেশি। কংগ্রেসকে সরকার গড়তে হলে লোকনায়ক জনতা পার্টি এবং সাত নির্দলের সমর্থন লাগবে। দুষ্যন্ত বলেছেন, ভোটের এই ফল বিজেপির সরকারের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।