গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি ৷ সোজা নদীতে পড়ল গাড়ি ৷ রবিবার রাতে গায়াথ্রিপুঝা নদীতে গাড়িটি পড়ে যায় ৷ একই পরিবারের পাঁচজন ছিলেন ওই গাড়িতে ৷ গাড়ি ডুবে গেলেও দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যান সকলেই। এঝুন্নাল্লাথু কাদাভু বাঁধের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ চেঙ্গোত্তুর, কোট্টক্কাল, মালাপ্পুরমের বাসিন্দা এই পরিবারটি কুঠামপুল্লি থেকে তাঁতের পাশাপাশি অন্যান্য জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল। মান্থারথোডি ভিত্তিল বালকৃষ্ণন (৫৭), সদানন্দন, বিশালক্ষী, রুক্মিণী এবং কৃষ্ণপ্রসাদ ওই গাড়িতে ছিলেন ৷ তিরুভিলওয়ামালার দিক থেকে বাঁধে প্রবেশের কিছুক্ষণ পরেই তাঁরা পথ হারিয়ে ফেলেন। এর পরই গাড়িটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৩০ মিটার দূরে নদীতে পড়ে যায়। যদিও পরিবারের পাঁচ সদস্যই এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন। গাড়িটি যেখানে পড়েছিল সেখানে নদীর জলস্তর পাঁচ ফুটের মতো ছিল বলে জানা গিয়েছে ৷ ফলে দুর্ঘটনা মারাত্মক আকার নেয়নি। জরুরি পরিষেবা পৌঁছনোর আগেই স্থানীয়রা আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করতে সক্ষম হয়। পাজায়ান্নুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
