দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেজন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছিল দিল্লি ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিল পাকিস্তান সরকার ৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত ৷ এই সিদ্ধান্তের সমালোচনা জানাচ্ছে নয়াদিল্লি। সূত্রের খবর, কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কয়েক ঘণ্টা আগে আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইলে সঙ্গে সঙ্গে তা দিয়ে দেওয়া হয়। এটাই আইসিএও-র নির্দেশিকায় লেখা রয়েছে। কিন্তু পাকিস্তান এই নির্দেশিকা মানছে না। তারা ন্যূনতম সম্মান দেখাচ্ছে না ভারতের প্রতি। পাকিস্তানের এই ধরনের কাজ দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলছে। ভারতের তরফে এই অভিযোগে আরও বলা হয়েছে, পাকিস্তানের উচিত নিজেদের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা। এভাবে পুরো জিনিসটা ভুল বুঝে আন্তর্জাতিক মহলের সঙ্গে দূরত্ব তৈরি করলে সেটা আখেরে পাক সরকারেরই মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।