জেলা

বোড়াল সমবায় ব্যাঙ্কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

গড়িয়ার ‘দি বোড়াল ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’  সমবায় ব্যাংকের নির্বাচনে প্রার্থীই খুঁজে পেল না বাম ও বিজেপি। বিরোধী দুই দলের একজনও মনোনয়ন জমা না দিতে পারায় ২৬ বছর পর ভোটে ৬৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বৃহত্তম এই সমবায় ব‌্যাঙ্কে জয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন নির্বাচন পরিচালন কর্তৃপক্ষ। কলকাতার গড়িয়ার পার্শ্বস্থ বোড়ালে ব্যাংককের ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম ও রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল মণ্ডল। উল্লেখ্য, এই সমবায় ব্যাংককে শেষ ভোট হয়েছিল ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর। ২০০২ সালের ৬ আগস্ট সেই নির্বাচিত পরিচালন পর্ষদ বিলুপ্ত হওয়ার পর আর নির্বাচন হয়নি।