ক্রাইম

উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে নাবালিকাকে গণধর্ষণ

চলন্ত গাড়িতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। বাধা দেওয়ায় নির্যাতিতার বান্ধবীকে ফেলে দেওয়া হয় গাড়ি থেকে। পরে মৃত্যু হয় তাঁর। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি পিস্তল এবং কার্তুজ উদ্ধার পয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই ভয়াবহ ঘটনা ঘটে। রবিবার তা সামনে আসে। পুলিশ সূত্রে খবর, লখনৌ পৌঁছে দেওয়ার নাম করে গ্রেটার নয়ডা থেকে ওই কিশোরী এবং তাঁর বান্ধবীকে গাড়িতে তোলেন অভিযুক্তরা। ভিতরে ছিলেন ৩ জন। ২ জন গ্রেটার নয়ডার বাসিন্দা, একজনের বাড়ি গাজিয়াবাদে। কিশোরীর অভিযোগ, গাড়িতে বিয়ার পান করছিলেন ৩ যুবক। অভিযোগ, কিছুক্ষণ পরই ওই কিশোরীদের চাকরির টোপ দেন অভিযুক্তরা। বলেন, তাঁদের কথা শুনলে টাকা পয়সার অভাব থাকবে না। রাজি হননি কিশোরী। অভিযোগ, তখনই তার উপর ঝাঁপিয়ে পড়েন ৩ যুবক। বাধা দিলে কিশোরীর বান্ধবীকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত হন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। এই পরিস্থিতিতে খুরজার কাছে কোনও রকমে অভিযুক্তদের হাত ছাড়িয়ে গাড়ি থেকে লাফ মারেন ওই নাবালিকা। ভাগ্যক্রমে বেঁচে যান। সেখান থেকে সোজা গিয়ে হাজির হন থানায়। পুরো ঘটনা জানান পুলিশকে। কিশোরীর মুখ থেকে পুরো ঘটনা শোনার পর আর অপেক্ষা করেনি পুলিশও। আলিগড়-বুলন্দশহর হাইওয়ের কাছে অভিযুক্তদের গাড়ি থামায়। অবস্থা বেগতিক বুঝে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। সটান গুলি চালায় পুলিশও। দু’জনের পায়ে গুলি লাগে। একজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।