কলকাতা

সানফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় নামানো হল যাত্রীদের

আমেদাবাদে দুর্ঘটনার পর থেকে একের এক বিভ্রাটের সম্মুখীন এয়ার ইন্ডিয়ার বিমান ৷ মঙ্গলবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল সানফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ৷ এর ফলে এদিন ভোরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত বিরতির সময় যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় । ফ্লাইট এআই১৮০ সময়মতো রাত ১২টা ৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছলেও বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে সেখান থেকে ছাড়তে দেরি হয় ৷ সকাল ৫টা ২০ মিনিট নাগাদ বিমানে একটি ঘোষণা করা হয় ৷ তখন সমস্ত যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয় । কারণ হিসেবে বিমানের ক্যাপ্টেন যাত্রীদের জানান, ফ্লাইটের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাত্রীদের নামিয়ে দেওয়ার পর বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে

৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে টারম্যাকে এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁদিকের ইঞ্জিনটি দাঁড়িয়ে আছে এবং গ্রাউন্ড স্টাফরা এলাকাটি পরিদর্শন করছেন ৷ এর আগে সোমবার সকালে হংকং থেকে যাত্রা শুরুর সামান্য পরেই এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ দিল্লিগামী বিমানে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে বিমানের অভিমুখ ঘুরিয়ে হংকংয়ের বিমানবন্দরে অবতরণ করেন পাইলট ৷ সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতায় নামিয়ে দেওয়া হল যাত্রীদের ৷ কখন সেটি ফের উড়বে সেই বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি ৷ তবে যাত্রী হয়রানির জেরে ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ গন্তব্যে পৌঁছনোর আগে মাঝপথে এভাবে বারবার ইঞ্জিনে সমস্যা হওয়ার ঘটনায় একাংশ যাত্রীদের কাছে আতঙ্কের হয়ে উঠেছে বিমানযাত্রা ৷ যদিও বিষয়টি নিয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি ৷