Posted onAuthorবঙ্গনিউজComments Off on পহেলগাঁও কাণ্ডে সাফল্য পেল এনআইএ, গ্রেপ্তার হামলাকারীদের ‘আশ্রয়দাতা’
পহেলগাঁও হামলার ঠিক দুমাসের মাথায় বড় সাফল্য পেল NIA। ওই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএর দাবি, ওই দুই জঙ্গি মূল হামলাকারীদের আশ্রয়দাতা হিসাবে কাজ করেছেন।