কলকাতা দেশ

কলকাতা পুলিশের জালে বিহারের শুটআউট কাণ্ডে জড়িত ৪ দুষ্কৃতী

বিহারের নালন্দায় প্রকাশ্য রাস্তায় প্রোমোটার ও সমাজসেবী রাজি আহমেদ খানকে গুলি করে খুনের ঘটনায় কলকাতা পুলিশের জালে ধরা পড়ল চার অভিযুক্ত। পার্ক স্ট্রিট ও নরেন্দ্রপুর থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৯ জুন সন্ধ্যা ছ’টা নাগাদ। নালন্দা থানার NH-82 এলাকার এক রাস্তার ধারে বাইকে করে এসে দুই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী গুলি চালায় রাজি আহমেদ খানের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রোমোটার ও সমাজসেবীর।