ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন পাক সেনার মৃত্যু হল পাকিস্তানে ৷ সরকারি সূত্রে খবর, শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সেনাদের মৃত্যু হয়েছে ৷ সেনা-সহ সাধারণ মানুষও এই ঘটনায় আহত হয়েছে ৷ এই এলাকাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি ৷ সূত্র জানিয়েছে, এদিন সকালে উত্তর ওয়াজিরিস্তান জেলার খাড্ডি এলাকায় এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এক আত্মঘাতী বম্বার বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি চালিয়ে মাইন-রেজিস্ট্য়ান্ট অ্যামবুশ প্রটেক্টেট (এমআরএপি) গাড়িতে ধাক্কা মারে ৷ এই গাড়িটি বম্ব ডিজপোজাল ইউনিটের ৷ সঙ্গে সঙ্গে বিকট শব্দ ও বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ অন্তত ১৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন ২৪ জন ৷ তাঁদের মধ্যে ১৪ জনই সাধারণ নাগরিক ৷ জখমদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে ৷ অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে খবর ৷ ঘটনার সময় এলাকায় কার্ফু জারি ছিল এবং সেনা টহল দিচ্ছিল ৷ তার মধ্যেই এই দুর্ঘটনা ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি অকুস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী ৷ উদ্ধার কার্য চলছে এবং তদন্তও শুরু হয়েছে ৷ এই ঘটনার দায় স্বীকার করেছে উসুদ আল-হারব নামের একটি জঙ্গি গোষ্ঠী ৷ এই গোষ্ঠীটি হাফিজ গুল বাহাদুর গ্রুপের ছায়া সংগঠন ৷ বিগত মাসগুলিতে উত্তর ওয়াজিরিস্তানে এই ধরনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেনি ৷ স্বভাবতই এমন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ একদিকে স্বাধীনতাপন্থী বালুচ বিদ্রোহীদের হামলায় জেরবার বালুচিস্তান প্রদেশ ৷ এর সঙ্গে দোসর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তান-তালিবান জঙ্গিদের হামলা ৷


