দেশ

তামিলনাড়ুতে রেলগেট পেরোনোর সময় দুর্ঘটনা, ধাক্কা মেরে স্কুলভ্যান টেনে নিয়ে গেল ট্রেন, মৃত্যু ২ পড়ুয়া, আশঙ্কাজনক ৮ 

রেলগেট পারাপারের সময় স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা ৷ পড়ুয়াসমেত ভ্যানটিকে ৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন ৷ ঘটনাস্থলে মৃত্যু দুই পড়ুয়ার ৷ ঘটনায় গুরুতর আহত ৮ জন ৷ যার মধ্যে রয়েছে 6 জন পড়ুয়া, স্কুলভ্যান চালক এবং একজন প্রত্যক্ষদর্শী ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাড্ডালোর জেলায় ৷ জানা গিয়েছে, তিরুছেন্দুর থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি ৷ তামিলনাড়ুর কুড্ডালোরে রেলগেটের কাছে একটি স্কুলভ্যানে ধাক্কা মারে সেটি ৷ ঘটনার জেরে রেলের তরফে বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট রেলগেটের সেই সময় দায়িত্বে থাকা গেটকিপারকে ৷ দুর্ঘটনার বিষয়ে রেল জানিয়েছে, সকাল ৭টা ৪৫ নাগাদ, পড়ুয়াদের নিয়ে স্কুলভ্যানটি কাড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে রেলওয়ে লেভেল ক্রসিং গেট নং ১৭০ (একটি নন-ইন্টারলকড ম্যানড গেট) অতিক্রম করার চেষ্টা করে ৷ সেই সময় ট্রেন নং 56813 ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই প্যাসেঞ্জার ট্রেনটি ধাক্কা মারে স্কুল ভ্যানটিকে । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেনটি আসার সময় রেলগেট বন্ধ করেননি গেটকিপার ৷ খোলা রেলগেট দেখে পাড়াবারের চেষ্টা করেন স্কুল ভ্য়ানের চালক ৷ সেই সময় ভ্যানটিকে ধাক্কা মেড়ে 50 মিটার টেনে নিয়ে যায় ট্রেনটি ৷ ঘটনায় এক ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং এক একাদশ শ্রেণির ছাত্রী মারা যায় ৷