কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে। কেউ আহত হননি। জানা গিয়েছে, খালিস্তানি জঙ্গি হারজিৎ সিং লাড্ডি এই ঘটনার দায় নিয়েছে। মাত্র কয়েকদিন আগে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকায় অবস্থিত এই ক্যাফেটির পথ চলা শুরু হয়েছে। নাম ক্যাপ’স। অভিনেতার স্ত্রী ব্যবসা দেখভাল করেন।ক্যাফেতে গুলি চলার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ক্যাফের বাইরে গাড়িতে এক ব্যক্তি বসে রয়েছে। আচমকাই কপিলের ক্যাফে লক্ষ্য করে গুলি করতে শুরু করে ওই ব্যক্তি। মোট ৯টি গুলি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত খবরে বলা হয়েছে, গাড়ির ভিতর থেকে কে গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তার চেহারা সম্পর্কেও পুলিশের স্বচ্ছ ধারণা নেই। পাশাপাশি ঠিক কেন গুলি চলল তাও জানা নেই তদন্তকারীদের। সারের পুলিশ সার্ভিসের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ১০ জুলাই রাত ১টা ৫০ মিনিটে তাদের কাছে খবর আসে শহরের ১২০ স্ট্রিটের একটি দোকানে গুলি চলেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক অতীতে সারে এবং তার আশপাশ এলাকায় বেশ কয়েকটি গুলি চালনার ঘটনা ঘটেছে। তার সঙ্গে এই ঘটনার কোনও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি বিভিন্ন সূত্র ধরে তদন্ত করে হামলার কারণ জানার চেষ্টা হচ্ছে। হারজিত সিং লাড্ডি কুখ্যাত অপরাধী। ২০২৩ সালে পাঞ্জাবের রূপনগর জেলায় হওয়া একটি খুনের ঘটনায় তার নাম জড়িয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকরকে সেদিন খুন করা হয়। তদন্ত নেমে হারজিত সিং লাড্ডির কথা জানতে পারে এনআইএ। সেই তবে থেকেই তার সন্ধান শুরু হয়েছে। এবার আরও একটি ঘটনায় নাম জড়াল তার । খালিস্তানি জঙ্গিদের মদত দেওয়ার প্রসঙ্গে গত কয়েক বছরে ভারতের সঙ্গে কানাডার দ্বীপাক্ষিক সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে। কয়েক বছর আগে আরও এক কুখ্যাত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর কানাডায় খুন হয় । এই খুনের ঘটনায় ভারতের ভূমিকা আছে বলে দাবি করে কানাডা। তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সংসদে দাঁড়িয়ে এই বিষয়টি জানান। শুধু তাই নয় কানডায় কর্তব্যরত ভারতীয় হাইকমিশনার থেকে শুরু করে হাইকমিশনের অন্য আধিকারিকরা খুনের ঘটনা সঙ্গে যুক্ত বলে দাবি করে কানাডা। প্রতিবাদ করে ভারত । ওই আধিকারিকদের সুরক্ষার অভাব রয়েছে এই কারণ দেখিয়ে তাঁদের কানাডা থেকে ভারতে নিয়ে আসা হয় ।


