বিনোদন ভাইরাল

টেক অফের পরেই লন্ডনের সাউথএন্ড  বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান

 লন্ডন উড়ে যাওয়ার মুহূর্তে আমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান । প্রাণ গিয়েছিল ৩০০ জনের । এবার সেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি ছোট বিমান। স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ ১২ মিটার লম্বা ওই বিমানটি উড়ান শুরুর পরের মুহূর্তেই ভেঙে পড়ে । বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারের কাজ শুরু হয়েছে । ঘটনার ছবি-ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে ।