Uncategorized

টানা বৃষ্টিতে পুরুলিয়ায় মাটির বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত ৩, আহত ৩

মাটির বাড়ি চাপা পড়ে পুরুলিয়ায় মৃত্যু হল তিন জনের ৷ গুরুতর জখম আরও তিন ৷ আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ আহতরা পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ৷ মঙ্গলবার সকালে ঘটনার কথা জানার পর সকলকে উদ্ধার করে পুরুলিয়া 1 ব্লকের চাকলতোড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয় টামনা থানার পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন বিনতি শবর (36), রিমঝিম শবর (26) ও তাঁর স্বামী অমিত তাঁতি (40)। বিনতি শবরের আত্মীয় রিমঝিম । তাঁর বাড়ি কেন্দা থানার মাঠা গ্রামে। পুরুলিয়া সদরের মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ বলেন, “ওই পরিবারটি একটি নির্জন জায়গায় বসবাস করত। তাই দুর্ঘটনার খবর পেতে দেরি হয়েছে । বাড়ির চারটি দেওয়াল ভেঙে পড়ায় আমরা তিন জনকে বাঁচাতে পারিনি। পরিবারটিকে যথা সম্ভব সাহায্য করা হবে।” আহত হয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন বাড়ির মালিক দোলুই শবর (65), তাঁর ছেলে মানিক শবর (46) ও সাত বছরের মেয়ে জবা শবর। পুলিশ জানিয়েছে, মানিকের স্ত্রী বিনতি শবর। দোলুই শবরের আদি বাড়ি পুরুলিয়া 1 ব্লকের ভান্ডারপুয়াড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের রমাইগাড়া গ্রামে ৷ তাঁরা গ্রাম থেকে দু’কিমি দূরে শালবাগান বলে একটি ফাঁকা জায়গায় বসবাস করতেন ৷ আহতদের দেখতে মঙ্গলবার রাতে পুরুলিয়া মেডিক্যাল কলেজে যান পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি ৷ বর্তমানে ওই তিন জন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ৷