আবাসন দুটো তৈরিতে ব্যয় হয়েছে ২৯০ কোটি
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং স্বল্প আয়ের মানুষের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউটাউনের বুকে উদ্বোধন হল দু’টি বহুতল আবাসনের। এই আবাসন দু’টির নাম ‘নিজন্ন’ও ‘সুজন্ন’। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে একহাত নিলেন মমতা। বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হলেন তিনি। আবাসন উদ্বোধনের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণে মুখর হলেন তিনি । বললেন, “বাড়ি তৈরির জন্য কোনও অর্থ দেয় না কেন্দ্র । তাই রাজ্য নিজেই উদ্যোগ নিয়ে এই আবাসন প্রকল্প তৈরি করেছে । বাংলার উন্নয়নের জন্য আমরা কারও মুখের দিকে তাকিয়ে বসে থাকব না ।” সাত একর জমির উপর গড়ে ওঠা এই আবাসন প্রকল্প মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য । থাকবে আধুনিক পরিকাঠামো, সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট, নিরাপদ ও সবুজ পরিবেশ, শিশুদের জন্য পার্ক এবং বিনোদনের পরিকাঠামোও । রাজ্য সরকারের আশা, এর ফলে বহু সাধারণ মানুষ শহরে নিজের ফ্ল্যাটের স্বপ্নপূরণ করতে পারবেন । ‘নিজন্ন’ প্রকল্পে থাকছে 300 বর্গফুটের 410টি ওয়ানবিএইচকে ফ্ল্যাট । অন্যদিকে ‘সুজন্ন’-তে থাকছে 620 থেকে 730 বর্গফুটের 730টি টুবিএইচকে ফ্ল্যাট । সবমিলিয়ে মোট ফ্ল্যাটের সংখ্যা 1,210। মুখ্যমন্ত্রী জানান, এই ফ্ল্যাটগুলি বিক্রি হবে লটারির মাধ্যমে এবং বাজারদরের তুলনায় অনেক সস্তায় । ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ তৈরিতে খরচ হয়েছে 290 কোটি টাকা । এই জমি রাজ্য সরকারই বিনামূল্যে দিয়েছে ।আবাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন উদ্বোধন করেন অত্যাধুনিক বহুতল পার্কিং কমপ্লেক্স ‘সুসম্পন্ন’-এরও । রাজারহাটে তৈরি হওয়া এই পার্কিং লটে থাকবে আটতলা গাড়ি রাখার ব্যবস্থা, যেখানে প্রায় 1500 গাড়ি রাখা যাবে । থাকছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা । শুধু আবাসন নয়, বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের দিকেও নজর দিয়েছে রাজ্য । শিশুদের জন্য থাকছে ‘তরন্ন’ নামে বিনোদন পার্ক, মুক্তমঞ্চ, সবুজ উদ্যান, ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট, মর্নিং ওয়াকের জায়গা । আবাসনের খুঁটিনাটি ব্যাখ্যা করতে গিয়েই আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, “আমরা বাংলার বাড়ি প্রকল্পে 45 লক্ষ বাড়ি তৈরি করেছি । কিন্তু কেন্দ্র টাকা দেয়নি । তাই নিজেরা খরচ করেই এই আবাসন গড়ে তুলেছি ।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, কেন্দ্রের অসহযোগিতায় রাজ্যের একাধিক উন্নয়ন প্রকল্প থমকে রয়েছে । তবু থেমে নেই রাজ্য । তারই প্রমাণ এই নিজন্ন-সুজন্ন ।


