জুলাইয়ের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস আত্ম সংযম ও আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক। এই মাসে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। যার প্রভাবে ব্যক্তি শিবের আশীর্বাদ পেতে পারেন। শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন, কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, সোমবার করে উপবাস রাখা। বিশ্বাস করা হয় যে, এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। শ্রাবণের ব্রত নিষ্ঠাভরে পালন করলে মনের সকল বাসনা পূরণ হয় বলে মানা হয়। মনের শুদ্ধিকরণ ঘটাতেও কার্যকরী এই ব্রত। কিন্তু শিবের ব্রত পালনের নানা নিয়ম রয়েছে। সেগুলি আমাদের অনেকেরই জানা নেই। সকল নিয়ম সঠিক উপায় মেনে পালন না করলে মহাদেব কুপিত হতে পারেন। এ বছর শ্রাবণ মাসে ক’টি সোমবার রয়েছে এবং ইংরেজি মাস অনুযায়ী সেগুলি কবে পড়েছে জেনে নিন।
শ্রাবণ মাসের সোমবারের তালিকা:
প্রথম সোমবার: ০৪ শ্রাবণ, ১৮৩২ । ২১ জুলাই, ২০২৫
দ্বিতীয় সোমবার: ১১ শ্রাবণ, ১৮৩২ । ২৮ জুলাই, ২০২৫
তৃতীয় সোমবার: ১৮ শ্রাবণ, ১৮৩২ । ০৪ অগাস্ট, ২০২৫
শেষ সোমবার: ২৫ শ্রাবণ, ১৮৩২ । ১১ অগাস্ট, ২০২৫
শ্রাবণ মাস শেষ হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৭ অগস্ট। উল্লেখযোগ্য বিষয় হল শ্রাবণের শেষ হওয়ার ঠিক আগের দিন, অর্থাৎ ১৬ অগস্ট পালিত হবে জন্মাষ্টমী।
শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালনের সময় কী কী নিয়ম মানতে হবে?
১। ব্রহ্ম মুহুর্তে বা ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। তার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। ঘুম থেকে ওঠার পর বেশি ক্ষণ আগের দিনের জামাকাপড়, অর্থাৎ বাসি জামা পরে থাকা যাবে না। এই মাসে প্রতিদিন ব্রহ্ম মুহুর্তে বা ভোরে উঠে শিবপুজো করুন। বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, চিনি, রুদ্রাক্ষ, ভস্ম দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন। শিবপুজোয় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন। কারণ, বেলপাতায় তুষ্ট হন শিব। এছাড়া ধুতুরা, আকন্দ, অপরাজিতা, পদ্ম। ১০৮ বার পঞ্চাক্ষরী মন্ত্র – নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। তবে ষড়াক্ষর মন্ত্র – ॐ নমঃ শিবায় , মহামৃত্যুঞ্জয় মন্ত্র – ॐ ত্র্যয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম, উর্বারুকমিব বন্ধনান, মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ এবং মহাদেবের গায়েত্রী মন্ত্র – ॐ তৎপুরুষায় বিদ্মহে, মহাদেবায় ধীমহি, তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ এবং রুদ্র মন্ত্র- ‘ॐ নমো ভগবতে রুদ্রায়‘ জপ করলে শিব আকৃষ্ট হন। এছাড়াও পাঠ করতে পারেন – “কর্পুরগৌরম, করুনাবতারম, সংসার সারম, ভুজগেন্দ্রহারম, সদা বসন্তম হৃদয়ারবিন্দে, ভবং ভবানী, সহিতম নমামি” -এই স্তোত্রটি। যা যজুর্বেদের প্রচীন শিবস্তোত্র, সাধারণত আরতির সময় এটি পাঠ করা হয়ে থাকে । এই মাসে ভক্তি দিয়ে পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।
২। উপবাস যাঁরা করেন এবং বাকিরাও এই দিন নখ ও চুল কাটা এড়িয়ে চলবেন। শ্রাবণ মাস জুড়ে সোমবার দিন কোনও ক্ষৌরকর্ম করা যাবে না।
৩। অনেকেই উপবাস রেখে দুপুর বা সকালবেলা গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসেন। কিন্তু সন্ধ্যাবেলা বা রাতের শিবের পুজো করার জন্য আদর্শ। সন্ধ্যাবেলা জল ঢালার পর বাতি জ্বালাতে হবে। তার পর মুখে জল দিয়ে উপবাস ভাঙতে হবে। শিবের অভিষেক করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে উপবাস করলে রাতের বেলা ব্রতভঙ্গ করবেন না। সূর্যাস্তের আগে বা পরের দিন ব্রহ্ম মুহূর্তে ব্রত পারণ করবেন। শ্রাবণ সোমবারের উপবাস ষোলো সোমবারের ফলাফল প্রদান করে থাকে।
৪। এই দিন কোনও মতে কারও সঙ্গে প্রতারণা করা যাবে না। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। কটূ কথা, সমালোচনা, মনোমালিন্য বৃদ্ধি করা উচিত নয়। বিবাদ এড়িয়ে যান। আবার নিজের বাণীর দ্বারা কাউকে আহত করবেন না। দান করতে পারলে খুব ভাল হয়।
৫। শ্রাবণ মাসে সবুজ বস্তু ব্যবহার করুন। মহিলারা সবুজ চুরি, সবুজ শাড়ি, সবুজ টিপ পরুন।
পুজোর পদ্ধতি –
একে একে উপচারগুলি বাহ্যিকভাবে শিবকে সমর্পণ করবেন।
ॐ নমঃ শিবায় এতৎ পাদ্যং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ॐ নমঃ শিবায় এষঃ অর্ঘ্যঃ শিবায় নমঃ। (আতপচাল ও দূর্বা একটি সচন্দন বেলপাতায় করে ফুল সহ দিন)
ॐ নমঃ শিবায় ইদমাচমনীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ॐ নমঃ শিবায় ইদং স্নানীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ॐ নমঃ শিবায় এষ গন্ধঃ শিবায় নমঃ। (চন্দনের ফোঁটা দিন)
ॐ নমঃ শিবায় ইদং সচন্দনপুষ্পং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো ফুল দিন)
ॐ নমঃ শিবায় ইদং সচন্দনবিল্বপত্রং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো বেলপাতা দিন)
ॐ নমঃ শিবায় এষ ধূপঃ শিবায় নমঃ। (ধূপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার বাঁ দিকে, অর্থাৎ নিজের ডানদিকে রাখুন)
ॐ নমঃ শিবায় এষ দীপঃ শিবায় নমঃ। (প্রদীপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার ডানদিকে, অর্থাৎ নিজের বাঁ দিকে রাখুন)
ॐ নমঃ শিবায় ইদং সোপকরণনৈবেদ্যং শিবায় নিবেদয়ামি। (নৈবেদ্যের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)
ॐ নমঃ শিবায় ইদং পানার্থোদকং শিবায় নমঃ। (পানীয় জলের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)
ॐ নমঃ শিবায় ইদং পুনরাচমনীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ॐ নমঃ শিবায় ইদং তাম্বুলং শিবায় নমঃ। (একটি পান দিন, অভাবে সামান্যার্ঘ্য জল একটু দিন।)
ॐ নমঃ শিবায় ইদং মাল্যং শিবায় নমঃ। (মালা থাকলে মালাটি পরিয়ে দিন)
শিবের পুজো করার সময় যা করতে নেই –
১) মহাদেবকে কখনও কেতকী ফুল অর্পণ করতে নেই বলেই জানাচ্ছেন শাস্ত্রবিদরা। ২) তুলসীপাতা শিবের পুজোয় কখনও ব্যবহার করবেন না। ৩) শিবের পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন, এমনটাই মত শাস্ত্রবিশারদদের। ৪) শিবলিঙ্গে কখনই তুলসী, ডাল, শঙ্খ সহ গঙ্গাজল অর্পণ করা উচিত নয়। ৫) মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন। ৬) শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়। কিন্তু তার জন্য ভুলেও স্টিল থেকে শিবলিঙ্গে জল দেবেন না। পেতল বা রূপার পাত্র থেকেই শিবলিঙ্গে দুধ ঢালুন। তামার বা পেতল বা রূপার পাত্র দিয়ে জল ঢালুন। ৮) উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্র দোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে।
শ্রাবণ মাসে কোন কোন রাশি মহাদেবের কৃপায় বিশেষ ভাল ফল পাবেন?
বৃষ: শ্রাবণ মাসটি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ ভাল হতে চলেছে। যে কোনও ক্ষেত্রে বিনিয়োগ করে বিশেষ ভাল ফল পাবেন। অর্থক্ষেত্রে দারুণ উন্নতি হবে। পুরনো ঝামেলা মিটে যাবে, চাপ কমবে। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা থেকে চোখে পড়ার মতো ভাল ফল পাবেন। পরিবারে সুখশান্তি বজায় থাকবে।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিদের জন্য শ্রাবণ মাসটি অত্যন্ত সুখের হতে চলেছে। ব্যবসা হোক বা চাকরি, সব ক্ষেত্রেই ভাল ফল পাবেন। নতুন আয়ের সুযোগ আসবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। যে কোনও নতুন কাজ এই সময় শুরু করতে পারেন। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। মানসিক স্থিতি বজায় থাকবে। পরিশ্রমের ফল পাবেন।
কন্যা: শ্রাবণ থেকে কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাল সময় শুরু হতে চলেছে। যে কাজে হাত দেবেন, সেই কাজেই সফল হবেন। জীবনে সমৃদ্ধি লাভ হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব ভাল খবর পাবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মস্থলে সকলে আপনার প্রশংসা করবেন, সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। বিবাহিত জীবনে সুখ আসবে, প্রেমের ক্ষেত্রও ভাল দেখা যাচ্ছে।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে খুব ভাল ফল পেতে চলেছেন। পদোন্নতি হতে পারে। আয় ও ব্যয়ে সমতা বজায় থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যা কেটে যাবে। পারিবারিক পরিবেশও শান্তিময় থাকবে। সন্তানভাগ্য ভাল দেখা যাচ্ছে।
কুম্ভ: শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকারা নানা নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন। পেশাগত ক্ষেত্রে নতুন দিশা পাবেন। প্রেমের ক্ষেত্রেও শুভ সময় শুরু হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।


