শ্যুটিংয়ের সময় গুরুতর আহত শাহরুখ খান। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন কিং খান। কীভাবে চোট লাগল শাহরুখের তা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। শাহরুখের চোটের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা শারীরিক অসুস্থতার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন- ‘শুটিংয়ের সময় আমার ভাই শাহরুখ খানের পেশীতে আঘাতের খবর আমাকে চিন্তিত করে তুলেছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ সূত্রের খবর, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা উড়ে গিয়েছেন শাহরুখ। সূত্রের দাবি, শাহরুখের এই চোট খুব গুরুতর কিছু নয়, বরং পেশিতে চোট পেয়েছেন শাহরুখ। ঘনিষ্ঠ

সূত্রের দাবি, কিং ছবির পরবর্তী শিডিউল এখন সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হবে, কারণ চিকিৎসকরা শাহরুখকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে, তিনি পূর্ণ উদ্যমে সেটে ফিরবেন। জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো স্টুডিও এবং ওয়াইআরএফ স্টুডিওতে যেসব শুটিংয়ের বুকিং ছিল, সেগুলো আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত শুটিং হবে না। তবে শাহরুখ বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও এই খবরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবিতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান। শাহরুখ এবং সুহানা খানের পাশাপাশি এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি এবং জ্যাকি শ্রফ।


