কলকাতা পুজো

আগামী ৩১ জুলাই পুজো কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর

চলতি বছর শারদোৎসব সেপ্টেম্বরে । ফলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ। আসন্ন উৎসবের প্রস্তুতি নিয়ে চলতি মাসের শেষে অর্থাৎ ৩১ তারিখ নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক ঘিরেই আশায় বুক বেঁধেছে কলকাতা সহ জেলার ছোট বড় অসংখ্য দুর্গাপুজো কমিটি। কারণ সরকারি অনুদান ঘোষণা প্রতি বছর এই বৈঠক থেকেই হয়। গত বছর মুখ্যমন্ত্রীর পুজো কমিটির অনুদান ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা করেছিলেন। সঙ্গে ঘোষণা করেছিলেন, চলতি বছর পুজোয় অনুদান বেড়ে হবে এক লক্ষ টাকা । আর সেই ঘোষণা হতে পারে ৩১ জুলাই । তাই কলকাতা-সহ জেলার ছোট বড় অসংখ্য দুর্গাপুজো কমিটি আশায় বুক বেঁধেছে । এই বছর সেপ্টেম্বর মাসের শেষে পুজো শুরু। তাই বৈঠক হবে চলতি মাসের শেষে। বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০০ পুজো কমিটির প্রতিনিধিরা। থাকবেন রাজ্য পুলিশের কর্তারাও ৷ কলকাতার নগরপাল, দমকল, সিইএসসি-সহ অন্যান্য এজেন্সি ৷  এ বছর মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির জন্য বাড়তি কিছু ঘোষণা করতে পারেন বলেও আশা করছেন পুজা কমিটির উদ্যোক্তারা।