শীর্ষ আদালতে মান্যতা পেল রাজ্যের দাবি। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। একই সঙ্গে মামলা ফেরানো হচ্ছে কলকাতা হাইকোর্টে। নতুন বেঞ্চ গঠন করে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিল প্রধান বিচারপতি বি আর গভাইয়ের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির বেঞ্চ নোটিশ জারি করে সব পক্ষের জবাব তলব করেছে। ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, এই শংসাপত্রগুলির ভিত্তি দুর্বল, পর্যাপ্ত তথ্য ও প্রমাণ ছাড়া এই তালিকা তৈরি হয়েছে। রাজ্যকে নতুন তালিকা তৈরি করতে বলা হয়। সেই মোতাবেক কাজ করে নতুন তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু নিয়ম মেনে সব কাজ হয়নি, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়। যদিও রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের যুক্তি ছিল, সমস্ত নিয়ম মেনেই কাজ হয়েছে। এরপর ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। ৩১ জুলাই পর্যন্ত নতুন তালিকা কার্যকর হবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচাররপতি গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়।


