জেলা রাজনীতি

বাংলায় ভোটার তালিকায় নাম বাদ দিলে দামামা বাজিয়ে দেব, কড়া হুঁশিয়ারি মমতার 

‘‘বাংলায় ভোটার তালিকায় নাম বাদ দিয়ে দেখুন দামামা বাজিয়ে দেব”, বোলপুরে ভাষা সন্ত্রাসের প্রতিবাদ মঞ্চ থেকে কার্যত কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তিনি বলেন, “আমি বেঁচে থাকতে এনআরসি ও ডিটেনশন ক্যাম্প হতে দেব না ।” পাশাপাশি, কেউ যদি বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে সার্ভে করতে যায় ‘হাতা-খুন্তি’, শঙ্খধ্বনি’ তুলে রুখে দাঁড়ানোর নিদানও দিলেন তৃণমূল নেত্রী । “আবার খেলা হবে নাকি”, বলেও কেন্দ্র সরকার ও বিজেপিকে নিশানা করেন তিনি ৷ সেদিনই জানিয়েছিলেন যে বীরভূম থেকে তিনি এই কর্মসূচি শুরু করবেন ৷ সেই মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরে বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন রবিভূম শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে প্রায় চার কিলোমিটার পদযাত্রা করেন তিনি । তাঁর হাতে কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কখনও বর্ণপরিচয়-এর অক্ষর দেখা গিয়েছে ৷ তাঁর সঙ্গে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়-সহ শান্তিনিকেতনের আশ্রমিকেরা ৷ তিনি আরও বলেন, “আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না ৷ অসমে সাত লক্ষ নাম বাদ দিয়েছিল । তাদের মধ্যে হিন্দুও ছিল ৷ এখানে হতে দেব না ৷ জো হাম সে টাকরায়ে গা চুর চুর হো জায়ে গা ।” ভোটার তালিকা সংশোধন নিয়ে সার্ভে করতে গেলে কী করা উচিত, ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তার নিদানও দেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “আমার বাংলার মা-বোনেরা, বাইরের কাজ করেন, ঘরেও হাতা-খুন্তি নিয়ে কাজ করেন । বাড়ি বাড়ি ভোটার তালিকার নিয়ে সার্ভে করতে হবে, কী করতে হবে বুঝে নিন ৷ হবে নাকি একটা খেলা ? আপনাদের মতো বন্দুক-গুলি নিয়ে যাব না । শঙ্খধ্বনি, উলুধ্বনি নিয়ে যাব ।” পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ কেন্দ্রে ক্ষমতায় আছে, তাই এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছে । নিজেরা টাকা কামাচ্ছ আর এজেন্সি লাগাচ্ছ অন্যদের । কেন্দ্রে এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে না । তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন । কোথায় যাবে ডবল ইঞ্জিন সরকার ।” বক্তব্য শেষ করার সময় তৃণমূল নেত্রী বলেন, “দরকার হলে জীবন দেব, বাংলা ভাষা কেড়ে নিতে দেব না ।” অর্থাৎ, বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে বোলপুরে পদযাত্রা ও সভামঞ্চ থেকে কার্যত কেন্দ্রীয় সরকারকে ভোটার তালিকা ইস্যুতে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের । নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ।