বিদেশ

৮.৭ ম্যাগনিটিউডের শক্তিশালী ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ল রাশিয়া-জাপানের উপকূলে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া ৷ রিখটার স্কেলে বুধবারের ভূমিকম্পের তীব্রতা ৮.৭ ম্যাগনিটিউড ৷ তীব্র ভূমিকম্পের প্রভাবে সুনামি আছড়ে পড়ল রাশিয়ার কুরলি দ্বীপপুঞ্জ এবং জাপানের হোক্কাইডোর উত্তরের দ্বীপপুঞ্জে৷ জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, হোক্কাইডোর পূর্ব উপকূলের নেমুরোতে প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার প্রথম সুনামি ঢেউ পৌঁছয় । সেখানকার গভর্নর ভ্যালেরি লিমারেনকোর মতে, প্রথম সুনামির ঢেউ প্রশান্ত মহাসাগরে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের প্রধান জনবসতি সেভেরো-কুরিলস্কের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে । তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পরবর্তী ঢেউয়ের আতঙ্ক যাওয়া না-পর্যন্ত অপেক্ষাকৃত উচুঁ স্থানেই থাকছেন তাঁরা ৷ প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হাওয়াই, চিলি, জাপান এবং সলোমন দ্বীপপুঞ্জের কিছু উপকূলীয় অঞ্চলে ১ থেকে ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে । রাশিয়া এবং ইকুয়েডরের কয়েকটি উপকূলীয় অঞ্চলে ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতা পর্যন্ত ৷ জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয় দেশের আবহাওয়া সংস্থার তরফে ৷ বলা হয়, সতর্কতা জারির আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে উত্তর জাপান উপকূলে ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে ৷ উল্লেখ্য, জাপানের স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮টা ২৫ মিনিটে জাপান এবং মার্কিন সিসমোলজির তরফে প্রথমে ভূমিকম্পের তীব্রতা বলা হয় ৮.০ ম্যাগনিটিউড ৷ পরে, দুই দেশের ভূতাত্ত্বিকবিদরা জানান কম্পনের মাত্রা ৮.৭ ৷ ভূগর্ভ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ৷ ভয়াবহ এই ভূমিকম্পের কারণে সুনামির সতর্কতা জারি করা হয় ৷ সুনামির কারণে হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কিকরণ কেন্দ্র ৷