প্রয়াত হলেন ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্রিটিশ অর্থনীতিবিদ এবং হাউস অফ লর্ডসের সদস্য লর্ড মেঘনাদ দেশাই ৷ তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৷ লন্ডনে তাঁর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতে জন্মগ্রহণকারী এই ব্রিটিশ সংসদ সদস্য এবং অর্থনীতিবিদ শ্রদ্ধা জানিয়েছেন, যিনি ভারত-ব্রিটেনের সম্পর্ক গভীরতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদি লেখেন, “শ্রী মেঘনাদ দেশাই জির মৃত্যুতে আমি শোকাহত, তিনি সর্বদা ভারত এবং ভারতীয় সংস্কৃতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক এবং অর্থনীতিবিদ ৷” মেঘনাদ জগদীশচন্দ্র দেশাই ১৯৪০ সালে ভদোদরার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র চোদ্দ বছর বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রামনারায়ণ রুইয়া কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মুম্বই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬০ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি পান, যেখান থেকে তিন বছর পর তিনি অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। মেঘনাদ দেশাই ব্রিটিশ লেবার পার্টির একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন, যেখানে তিনি ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি লেবার পার্টির সদস্য হিসেবে হাউস অফ লর্ডসে নিযুক্ত হন। ২০০৮ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন। উন্নয়নে বেসরকারি খাত, রাষ্ট্রের প্রভাব, মার্কসীয় অর্থনীতি-সহ বিভিন্ন বিষয়ের উপর মেঘনাদ দেশাইয়ের গবেষণা মানুষকে অর্থনৈতিক পরিকাঠামোর সংশোধন, উন্নয়নে সহায়ক হয়েছে ৷ তিনি ভারতীয় অর্থনৈতিক সংস্কারের বিষয়েও বেশ কয়েকটি গবেষণামবলক তত্ত্ব লিখেছেন এবং বিশ্বায়ন ও অর্থনৈতিক উদারীকরণের প্রভাব নিয়ে গবেষণা করেছেন।


