বুধবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তা শহরজুড়ে। এজন্য বুধ ও বৃহস্পতিবার অনেক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। এদিন বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথে কল্যাণী রওনা দেবেন তিনি। কল্যাণী এইমস কর্তৃপক্ষ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘মাননীয়া রাষ্ট্রপতি আসছেন এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। তিনি আমাদের তিনজন ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেবেন। এরপর আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।’ কিন্তু ওই সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারবেন না। রাজ্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । কল্যাণীর অনুষ্ঠান শেষ করে রাষ্ট্রপতি চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। এরপর সেখান থেকে চলে যাবেন কলকাতায়। রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। বৃহস্পতিবার সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে তাঁর। সেটি শেষ করে দুপুরে রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে।


