দেশ

ভারত-পাকিস্তান সংঘর্ষে জম্মু-কাশ্মীরের পুঞ্চে ‘অনাথ’ ২২ শিশুর লেখাপড়ার দায়িত্ব নিলেন রাহুল গান্ধি

ভারত-পাকিস্তান সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সংঘর্ষের জেরে পুঞ্চে অনেক শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এ বার অনাথ ২২ শিশুর লেখাপড়ার যাবতীয় খরচ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। অপারেশন সিঁদুরে বাবা মা কে হারানো ২২ জন শিশুর প্রতিপালনের দায়িত্ব নিলেন রাহুল। এই ২২ শিশুর লেখাপড়ার পাশাপাশি যাবতীয় খরচ বহন করার কথা জানিয়েছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ। চলতি বছর মে মাসে, ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে পুঞ্চে গিয়েছিলেন রাহুল গান্ধি। তখন তিনি জানিয়েছিলেন, ভারত-পাক সংঘর্ষে যাদের পরিবারে বাবা অথবা মা মারা গেছেন এমন ২২ শিশুর পাশে তিনি দাঁড়াবেন। তখনই সেই অসহায় সেই শিশুদের চিহ্নিত করা হয়েছিল। এবার অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব নিলেন কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত তহবিল থেকে তাদের সাহায্য করবেন রাহুল গান্ধি।