ইএম বাইপাসের ধারে ভয়াবহ আগুন। বুধবার দুপুরে আগুন লাগে বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে। খবর দেওয়া হলে দমকল আসতে দেরি করে বলে অভিযোগ এলাকার লোকজনের। এ দিকে এলাকায় প্রচুর বাড়িঘর। ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন লোকজন। একাধিক ঝুপড়িতেও আগুন লেগে যায় বলে অভিযোগ। যদিও দমকলের দাবি, এলাকার রাস্তা খুবই সরু। ফলে গাড়ি নিয়ে ঢুকতে বেগ পেতে হয় তাদের। এমনকী বেশ কিছুটা এলাকা পাইপ টেনে নিয়ে এসে কাজ করতে হয়। পরে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।


