পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর এক নিরাপত্তাকর্মীর দুই সন্তানকে তাদের বাড়িতেই পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সূত্রের খবর, এদিন দুষ্কৃতীরা পাটনার জানিপুর এলাকার ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং বাড়ির ভেতরে থাকা দুই শিশুর গায়ে আগুন ধরিয়ে দেয়। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুই শিশুর। জানা গিয়েছে, ওই শিশুরা সেই সময় সবেমাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছিল। নিহত শিশুদের বাবা-মা, শোভা দেবী এবং লালন কুমার গুপ্ত, দুজনেই হাসপাতালে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করেন। ঘটনার খবর পেয়ে জানিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। তবে এই জঘন্য অপরাধের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।


