দেশ রাজনীতি

তামিলনাডুর রাজনীতিতে নয়া মোড়! বিধানসভা নির্বাচনের আগে এনডিএ ছাড়লেন পনীরসেলভাম

তামিলনাডুর রাজনীতিতে নয়া মোড়। বিধানসভা নির্বাচনের আগে এনডিএ ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বহিষ্কৃত এআইএডিএমকে নেতা ও পনীরসেলভাম। রাজনৈতিক মহলে তিনি ওপিএস নামেই পরিচিত। বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা হয় ওপিএসের। তার কয়েক ঘণ্টা পরই জানা যায়, পনীরসেলভাম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছাড়ছেন। ওপিএসের ঘনিষ্ঠ সহযোগী তথা তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী পিএস রামচন্দ্রন এই ঘোষণা করেন। ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন পনীরসেলভামও। অন্য কোনও দলের সঙ্গে জোটে যাচ্ছেন কি, এই প্রশ্নের উত্তরে পনীরসেলভাম বলেন, ‘এই মুহূর্তে আমরা কোনও দলের সঙ্গে জোট করছি না। তবে ভবিষ্যতে নির্বাচনের আগে আমরা এ বিষয়ে ভাবনাচিন্তা করব।’ ওপিএসকে প্রশ্ন করা হয়েছিল তিনি তামিল অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টেরি কাঝাগাম বা টিভিকে-র সঙ্গে জোটে যাবেন কি না। উত্তরে ইঙ্গিতপূর্ণভাবে তিনি শুধু বলেন, ‘সময় এর উত্তর দেবে।’