জেলা

Amartya Sen : ‘ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ’, এবার সরব হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ, এবার সরব হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তিনি বলেন, “কাউকে হেনস্থা করা হলে, তাতে আপত্তি তোলার কারণ থাকবে। সে বাঙালি হোন বা পঞ্জাবি, কাউকেই হেনস্থা করা উচিত নয়”। সব মানুষকেই সম্মান দেওয়া উচিত”, মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের। বাংলা ভাষার উপর আক্রমণের যে অভিযোগ তৃণমূলের তরফে সামনে আনা হয়েছে সেই প্রসঙ্গে অমর্ত্যর বক্তব্য,  ‘বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল, তার মূল্য স্বীকার করতেই হবে। তার মধ্যে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামদের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্ট ভাবে তুলে ধরা হল। এগুলোর মূল্য দিতেই হবে।’ অমর্ত্য জানিয়েছেন শুধু বাঙালি নয়, কোনও এলাকার লোক অন্য এলাকায় গিয়ে হেনস্তা হলে সেটায় তাঁর আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি বা মারোয়াড়ি।  অমর্ত্যর মতে, সব মানুষকে সম্মান দেওয়া উচিত। বলেন, যাঁরা ভারতীয় তাঁদের পুরো ভারতবর্ষের উপর অধিকার আছে৷ শুধু একটা অঞ্চলের উপর নয়।