কলকাতা জেলা

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ওই ঘূর্ণাবর্ত। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক ও রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয়। তার প্রভাবে আগামিকাল ২ অগস্ট থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে ৬ অগস্ট পর্যন্ত। আগামিকাল ২ অগস্ট, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে। পরশু রবিবার, ৩ অগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে। ৩ থেকে ৬ অগস্ট দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বা অতিভারি বৃষ্টির পূর্বাভাস নেই। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। ১ অগাস্ট ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল ২ অগস্ট, শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলায় কোনও কোনও সময় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে একটানা ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গলবার উত্তরের বৃষ্টি কিছুটা ধরবে। তবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।