শনিবার ভোর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চান্ডিল ও নিমডহ স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে পড়ল দুটি মালগাড়ির প্রায় ১০টি বগি। মালগাড়িগুলি পুরুলিয়ার দিকে আসছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে অন্য ট্রেনগুলিকে।


