কলকাতা

বকেয়া বিএসএনএলের বিদ্যুৎ বিল, মমতাকে চিঠি দিয়ে টাকা মেটানোর সময় চাইল কেন্দ্র

রাজ্যে বিএসএনএলের পরিষেবা সচল রাখতে বকেয়া বিদ্যুতের বিল দ্রুত মেটানোর আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। চিঠিতে তিনি আবেদন করেছেন, বিদ্যুতের বিল বকেয়া। সে কারণে লাইন কেটে দেওয়া হয়েছে। ব্যহত হয়েছে পরিষেবা। চারটি কিস্তিতে বকেয়া বিল মিটিয়ে দেওয়া হবে। আপাতত বিদ্যুত পরিষেবা চালু রাখা হোক। বিএসএনএল-কে বকেয়া মেটানোর জন্য ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়ার আবেদন করেছেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর আশ্বাস, ৪টি কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে ছাড়, জরিমানা-সহ বকেয়া। এরইসঙ্গে রাজ্য সরকারের কাছে বিএসএনএলের বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদনও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।