৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ইন্টারনেটে বিভিন্ন সাইবার অপরাধ সংঘটন ও ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। ফেসবুকের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শুরুতে ২০০ কোটি, এপ্রিল থেকে জুনে ১৫০ কোটি এবং জুলাই থেকে সেপ্টেম্বরে ১৭০ কোটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে ফেসবুকে। বিগত বছরগুলোর তুলনায় এ বছরে ভুয়া অ্যাকাউন্ট তৈরির হার ছিল সবচেয়ে বেশি।