দেশ

মাধ্যমিক পাশ করলেই ভারতীয় নৌ-সেনায় চাকরি

নৌসেনায় স্টুয়ার্ড, শেফ ও হাইজিনিস্ট নিয়োগ করা হবে। অক্টোবর ২০২০ ব্যাচে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে এইসব পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪০০। এই নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। সম্প্রতি ভারতীয় নৌসেনার তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই পরীক্ষার কথা জানানো হয়েছে। শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষায় বসার জন্য প্রার্থীর জন্মের তারিখ ১ অক্টোবর ২০০০ সাল থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৩ সালের মধ্যে হতে হবে। এই সব পদের বেতন কাঠামোও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৪ হাজার ৬০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষ কাজে যোগ দেওয়ার পর বেতনক্রম হবে ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা। সেইসঙ্গে মিলিটারি সার্ভিস পে ও ডিএ বাবদ ৫ হাজার ২০০ টাকা দেওয়া হবে। এই চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের নাম হল https://www.joinindiannavy.gov.in/এই ওয়েবসাইটের হোমপেজে গিয়ে প্রথমে নিজের ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যেভাবে নির্দেশ দেওয়া হবে সেভাবে ধাপে ধাপে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অবশ্য ফি বাবদ ২১৫ টাকা দিতে হবে। প্রার্থীরা এই ফি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-এর মাধ্যমে দিতে পারবেন। অবশ্য তপশিলি জাতি, উপজাতির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। কিন্তু চাকরির ক্ষেত্রে কোনও সংরক্ষিত আসন নেই। ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।