পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বললেন, নিজেদের দেশের নামের অর্থের প্রতি সুবিচার করতে পারে না পাকিস্তান। সবসময় ‘না-পাক’ কাজ করে তারা। সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন রাজনাথ। দু’দিনের সিঙ্গাপুর সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই এক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি বলেন, ‘আমাদের এক পড়শি আছে যাদের নাম পাকিস্তান। এই নামের অর্থ পবিত্র জায়গা। অথচ তারা না-পাক কাজ করেই চলে। নিজেদের নামের মর্যাদাও রাখতে পারে না তারা।’ এই অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারেও মন্তব্য করেন রাজনাথ। তিনি বলেন, ‘আমরা জানি নিশ্চয় কোনও কারণে জম্মু-কাশ্মীরের উপর ৩৭০ ধারা জারি ছিল। কিন্তু আমাদের দল তৈরি হওয়ার পর থেকে আমরা প্রত্যেকবার আমাদের নির্বাচনী ইস্তেহারে বলতাম, যখনই আমাদের দল ক্ষমতায় আসবে আমরা জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে তাকে ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত করব।’