জেলা

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত সোদপুরের ঘোলা

তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো সোদপুর বোর্ডঘর এলাকা। ঘটনায় দুই দলের বেশ কয়েকজনকে আটক করেছে ঘোলা থানার পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে র‍্যাফ কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। সূত্রের খবর, বিজেপির সভাপতির আসার খবর এই জোট বাঁধে স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি সভাপতি কে কালো পতাকা দেখানো হবে এবং গো ব্যাক স্লোগান দেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই হামলার অভিযোগ ওঠে। বিজেপি পার্টি অফিস কেন্দ্র করে দফায় দফায় ইট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বেশ কয়েকটি মোটরবাইক গাড়িও ভাঙচুর করা হয়। এরপরেই তৃণমূল ও বিজেপি দফায় দফায় সংঘর্ষ বাধে। যা ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে নামানো হয় র‍্যাফ কমব্যাট ফোর্স। উত্তেজিত জনতাকে ভঙ্গ করে পুলিশ। পরে ঘটনাস্থল থমথমে পরিবেশ তৈরি হয়েছে। তবে পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঘটনাস্থল অশান্ত করছে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।