দক্ষিণ ২৪ পরগণাঃ সোনা সমেত যদি বিমানবন্দরে আমার স্ত্রীকে ধরা হয়ে থাকে তাহলে সেই সোনা বাজেয়াপ্ত করা হলো না কেন ? দক্ষিণ ২৪ পরগণার আমতলায় সাংবাদিক সম্মেলনে বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আমাকে এবং আমার স্ত্রী কে আক্রমণ করা হচ্ছে আগামীকাল আমার পাঁচ বছরের মেয়েকে আক্রমণ করা হবে। যা করার আছে করে নিন বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হেরাস করছে । ২ কেজি সোনা তো দূরের কথা প্রমাণ করো দু গ্রাম সোনার ছিল। তিনি এও বলেন, শুল্ক দফতর সাতদিন পরে অভিযোগ দায়ের করল কেন? সিসিটিভি ফুটেজ থেকে যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে যা বলবে আমি তা মেনে নেব। যদি স্থানীয় পুলিশ ঝামেলা করেই থাকে তাহলে শুল্ক দফতরের অফিসাররা সি আই এস এফ এর সাহায্য চাইল না কেন। শুল্ক দফতরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজন মহিলাকে হ্যারাস করা হয়েছে তারা কি ক্রিমিনাল। তিনি আরও বলেন, একটা প্রমাণ দেখাতে পারলে আমি আর রাজনীতির আঙিনায় পা রাখব না। আমার স্ত্রী জন্মসূত্রে থাইল্যান্ডের পাসপোর্ট পেয়েছেন। ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দমাতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বশ্যতা স্বীকার করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বশ করতে না পেরে তার স্ত্রীর উপরে আক্রমণ করা হয়েছে। তিনি এও বলেন, চিকিৎসার কারণে আমার স্ত্রী দুদিনের জন্য ব্যাংকক গিয়েছিল। ফিরে আসার সময় রাত্রি ১২ টা ৪০ থেকে ১টা ৫০ পর্যন্ত তাকে হ্যারাস করা হয়। সে আমাকে ফোনে না পেয়ে আমার আপ্ত সহায়ককে ফোন করে। তখন স্বাস্থ্যের কথা ভেবে একজন মহিলা পুলিশকর্মীকে বিমানবন্দরে পাঠানো হয়েছিল বলে জানান অভিষেক। স্বপন দাশগুপ্ত এর নামে এফআইআর করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিও-