লাভপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা মুকুল রায়। আগামীকাল মামলার শুনানি র সম্ভাবনা রয়েছে। ২০১০ সালে বীরভূমের লাভপুরে খুন হয়েছিলেন সিপিএম সমর্থক তিন ভাই। সেই মামলাতে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিল পুলিশ। আর উল্লেখযোগ্যভাবে সেই চার্জশিটে নাম রয়েছে দুই বিজেপি নেতা মুকুল রায়, মনীরুল ইসলাম সহ ২৩ জনের বিরুদ্ধে। মুকুল রায় ও বীরভূমের অধুনা বিজেপি নেতা মণিরুল ইসলামের নামে জামিন অযোগ্য ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই ৩০২ ধারা অর্থাত্ খুনের মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টে মুকুল রায়। এই চার্জশিটে হত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে মুকুলের বিরুদ্ধে। কিন্তু তাঁর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। তাই আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টে আবেদন মুকুলের।