দেশ

অবিজেপি মুখ্যমন্ত্রীদের জোটবদ্ধ হওয়ার ডাক প্রশান্ত কিশোরের

এবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যকে জোটবদ্ধ হয়ে পদক্ষেপ নেওয়ার ডাক দিলেন প্রশান্ত কিশোর। শুক্রবার টুইটে তিনি লিখেছেন, ‘‌সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এখন বিচারবিভাগ ছাড়া ভারতের আত্মাকে রক্ষা করার দায়িত্ব ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীর উপর। কারণ সেই রাজ্যগুলিকেও নিজেদের জায়গায় এই আইন কার্যকর করতে হবে। ক্যাব এবং এনআরসি–কে না করে দিয়েছেন তিন মুখ্যমন্ত্রী। যার মধ্যে আছেন পাঞ্জাব, কেরল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় এসেছে অন্যান্যদেরও।’‌ বৃহস্পতিবারও ক্যাব নিয়ে সরাসরি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের দিকে আক্রমণ শানিয়েছিলেন তিনি। টুইট করে তিনি সতর্ক করেছেন, ‘‌এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল মোদি সরকারের এমন দুই ধারালো অস্ত্র। যার মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা হবে। এমনকী ধর্মের ভিত্তিতে মানুষকে শাস্তি পর্যন্ত দেওয়া হতে পারে।’‌ অসমে এনআরসি–র চূড়ান্ত তালিকা প্রকাশের পরও গর্জে উঠেছিলেন প্রশান্ত কিশোর। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলে নিজের দল জেডিইউ–র সাংসদরা পক্ষে ভোট দেওয়ায় সমালোচনা ভরা টুইট করেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ‘‌ধর্মের ভিত্তিতে যে বিল তৈরি হয়েছে, তাকে সমর্থন করেছে জেডিইউ। লোকসভায় দলের এই ভূমিকা দেখে আমি হতাশ। জেডিইউয়ের সংবিধানের প্রথম পাতাতেই তিনবার ধর্মনিরপেক্ষতার কথা লেখা রয়েছে। ওই গাইডলাইনের পরও দলের নেতারা এমন কাজ করলেন!’‌  এদিকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলের অবস্থানের সমালোচনা করে প্রকাশ্যে মন্তব্য করায় প্রশান্ত কিশোরকে শোকজ নোটিশ পাঠাল জনতা দল ইউনাইটেড।