কলকাতা জেলা

এনপিআর স্থগিত করার নির্দেশ দিল রাজ্য সরকার

ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারও হবে না রাজ্যে, জানিয়ে দিল নবান্ন

কলকাতাঃ ক্যাব ও এনআরসি নিয়ে দেশজোড়া বিক্ষোভের মাঝে এনপিআর আপাতত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এনআরসি ও ক্যাবের মতো কেন্দ্রীয় পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। কথা রাখলেন তিনি। সোমবার বিকেলের দিকে রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ও সমস্ত জেলাশাসককে। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, আপাতত এনপিআর এর প্রস্তুতি বা কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে। রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই বিষয়ে কোনও পদক্ষেপ যেন করা না হয়। এর আগে ক্যাব বিরোধী মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর মৃত্যুর পরই বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রণয়ন করতে পারবে বিজেপি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে মঞ্চে দাঁড়িয়ে এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তাঁর কড়া বার্তা, ‘‌যতক্ষণ ক্যাব আর এনআরসি প্রত্যাহার না করা হবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। গণতান্ত্রিক আন্দোলন করব। যতদিন আমি বেঁচে আছি, আমরা এনআরসি, ক্যাব জারি করতে দেব না। ওরা আমাদের সরকার ফেলে দিতে পারে, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। বাংলায় ওদের এই আইন জারি করতে হলে তা আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে।’