কলকাতা জেলা

হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ নবান্নের

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ নয়া নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে গত শুক্রবার থেকেই বিক্ষোভ ছড়িয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা (বারাসত, বসিরহাট) , দক্ষিণ ২৪ পরগণা (বারুইপুর, ক্যানিং), হাওড়া ও উত্তর দিনাজপুর এই ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেয় রাজ্য সরকার। তবে সূত্রের খবর, এবার হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণা (বারুইপুর, ক্যানিং) এই দুই জেলায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সূত্রের খবর, এই দুই জেলার জেলাশাসকদের ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে নবান্ন। যদিও বাকি ৪ জেলা অর্থাত্‍ উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় এখনই স্বাভাবিক হচ্ছে না ইন্টারনেট পরিষেবা।