সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করে তুললে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ ব্যাপারে দেশজুড়ে গণভোট চাওয়া হোক। বিজেপি বা তৃণমূল নয়, রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে হোক সেই ভোট। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকেই পাল্টা হাতিয়ার করে এবার আসরে নেমে পড়ল বিজেপি। দলের রাজ্য নেতা মুকুল রায় শুক্রবার বলেন, “বাংলাতেও গণভোট হোক। দেখা যাবে কটা লোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে রয়েছেন। আজ ভোট হলে আজই পড়ে যাবে সরকার।” বিজেপি নেতা মুকুল রায় বলেন,“সংবিধানের শপথ নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তথা মুখ্যমন্ত্রী কীভাবে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন সেটাই আশ্চর্যের। ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের কোথাও গণভোটের কথা নেই। এর থেকেই বোঝা যাচ্ছে, কতটা ভয় পেয়েছে তৃণমূল!”