দেশ

ফের উত্তাল দিল্লি, আম্বেদকারের ছবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ

নয়াদিল্লিঃ ফের বিক্ষোভের আগুনে পুড়ছে দিল্লি। ইস্যু একটাই–ফেরত নিতে হবে সংশোধিত নাগরিকত্ব আইন। আর এই ইস্যু নিয়ে মাঠে নেমেছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। পুলিশ অনুমতি না দিলেও বিপুল মানুষের সমাগম নিয়ে দিল্লির জামা মসজিদ থেকে যন্তরমন্তরে চলেছে প্রতিবাদী মিছিল। আর তার ফলে গোটা দিল্লি অবরুদ্ধ হয়ে পড়েছে। তাঁর হাতে রয়েছে সংবিধানের প্রস্তাবনা এবং বাবাসাহেব আম্বেদকারের ছবি। নমাজ পাঠের পরই সেখানে প্রবেশ করেন চন্দ্রশেখর আজাদ। তারপর প্রতিবাদের স্লোগান তুলে যন্তরমন্তরের দিকে যেতে শুরু করেন তিনি এবং বিশাল মিছিল। পুলিশ গোটা বিষয়টির ওপর নজর রেখেছে। তবে তা সামলাতে যে পারা যাবে না সেটা মিছিলের

বহরই বলে দিচ্ছে। সংবিধানের প্রস্তাবনা পড়া হয়েছে জামা মসজিদ থেকে। অশান্তির আশঙ্কা করেই বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি মেট্রো স্টেশন। একইসঙ্গে এই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জামা মসজিদের ভেতরেও বিক্ষোভ শুরু হয়। তেরঙ্গা পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে চন্দ্রশেখর বাহিনী এবং সাধারণ মানুষ। হাতে কালো ব্যান্ড পরে সবাই বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে জামা মসজিদের সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। লাল কেল্লা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক পুলিশি প্রহরা বসানো হয়েছে। কিন্তু এদিন গোটা দিল্লিতে যে আওয়াজ উঠেছে তাতে চাপ বাড়ছে নরেন্দ্র মোদির সরকারের ওপর বলে মনে করা হচ্ছে। দেখুন সেই ভিডিও –