২৬ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ খণ্ডগ্রাস। গ্রহণ দেখা যাবে কলকাতা-সহ গোটা দেশে। দক্ষিণের রাজ্য, কেরালা তামিলনাড়ু ‘প্রায় পূর্ণগ্রাস’ দেখার সুযোগ পাবে। কেরালা তামিলনাড়ুতে সূর্যের প্রায় ৯৩ শতাংশ অংশ ঢেকে যেতে দেখা যাবে। মধ্য-পশ্চিম-পূর্ব ভারতে সূর্যের ৩০ শতাংশ পর্যন্ত ঢেকে যাওয়া অংশ দেখা যাবে। ২৬ ডিসেম্বরের সকালেই ৮টা ২৭মিনিট থেকে শুরু হবে আংশিক সূর্যগ্রহণ। চলবে বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত। সর্বোচ্চ পর্যায়ে ৩ মিনিট ৪০ সেকেন্ড স্থায়ী হবে গ্রহণ।