নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতায় গণ আন্দোলন সংঘটিত করতে কেন সক্রিয় নয় কংগ্রেস। প্রশ্ন তুললেন তৃণমূলের ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর টুইট করেন, পথে-প্রতিবাদে কোথাও নেই কংগ্রেস। এমনকী নাগরিক আন্দোলনেও কোথাও কংগ্রেসকে দেখা যাচ্ছে না। কংগ্রেসি মুখ্যমন্ত্রীরাও এগিয়ে আসেননি এর বিরোধিতায়। প্রশান্ত কিশোর বলেন, কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের অ-বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে মিলিত হয়ে এই আন্দোলনকে আরও সঙ্ঘবদ্ধ রূপ দেওয়া উচিত ছিল। কংগ্রেস মুখ্যমন্ত্রীরা কি অবিজেপিশাসিত রাজ্যের মতো এগিয়ে এসে বলতে পারছেন, তাঁদের রাজ্যে নাগরিকত্ব আইন বা এনআরসি কিছুই হবে না। তাঁরা আগে জোর গলায় বলুক, তাঁদের রাজ্যে এই আইন কার্কর হবে না।


