কলকাতা

বদল করতে হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, হুঁশিয়ারি দিলেন ধনখড়

যাদবপুর বিশ্ববিদ্যালয়-রাজ্যপাল সংঘাত তুঙ্গে

কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন ইশুতে ফের টুইট করলেন জগদীপ ধনকড় । তাঁর মতামত না নিয়েই ইসি বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত কীভাবে নিল এই নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন তিনি। তিনি টুইট করে লেখেন , ‘আচার্য ও উপাচার্যর যোগাযোগ থাকে সচিবালয়ের মাধ্যমে। কিন্তু সেখানেই কিছু বাধা তৈরি হয়েছে । তাই আচার্যের সঙ্গে তাঁদের নির্ভীক কথোপকথন সম্ভব হচ্ছে না। যা হচ্ছে তা অসংবিধানিক । সবাইকে এর বিরোধিতা করে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, “রাজ্যের শিক্ষাক্ষেত্রে কার্যত জরুরি অবস্থা জারি হয়েছে। ” সমাবর্তন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁর প্রশ্ন, “আচার্যের অনুমতি না নিয়ে এই ধরনের সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিল নিতে পারে কি ?” রাজ্যপালের অভিযোগ, রাজনৈতিক চাপেই উপাচার্যকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। সমাবর্তনের বিশেষ পর্ব নিয়ে সরব হওয়া ছাড়াও এ দিন আরও একটি বিবৃতি প্রকাশ করে রাজভবনের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকেও সভাপতিত্ব করবেন রাজ্যপাল।

https://twitter.com/jdhankhar1/status/1208734509987815425