কলকাতাঃ সংশোধিত নাগরিকত্ব আইনের স্বপক্ষে কলকাতায় শুরু হল বিজেপির অভিনন্দন যাত্রা। মধ্য কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেন্ট্রাল এ্যাভিনিউ ধরে মিছিল পৌঁছাবে শ্যামবাজার পর্যন্ত। মিছিলের নেতৃত্বে দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।সিএএ-এর প্রতিবাদে সোচ্চার রাজ্যের শাসক দল তৃণমূল। ধর্মের ভিত্তিতে নয়া আইন তৈরি করা হয়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। ইতিমধ্যেই পথে নেমে আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গত সাত দিনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বেশ কয়েকটি সিএএ-বিরোধী মিছিলে হেঁটেছেন, জনসভাও করেছেন। গেরুয়া শিবিরের অভিযোগ, লাগাতার মিথ্যা প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে জোড়া-ফুল শিবির। পুলিশ সূত্রে খবর, মিছিলের অনুমতি দেওয়া হয়েছে বিজেপিকে। তবে বাইক মিছিল করা যাবে না। শ্যামবাজারে পৌঁছে জনসভায় ভাষণ দেন নাড্ডা।