হক জাফর ইমাম, মালদাঃ লোকসভা ভোটের প্রাক্কালে মালদা থানার পুলিশের জালে দুষ্কৃতী গ্রেপ্তার। মালদা ইংরেজবাজারের খাসিমারির এক উঠতি যুবা পুরাতন মালদার সাহাপুরে এলাকায় নানা অপরাধমূলক কাজ সংগঠিত করছে। পুলিশের কাছে এই খবর ছিল আগেই। সম্প্রতি সাহাপুর এলাকায় মারধোর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাই তাকে গ্রেফতার করার জন্য তক্কে তক্কে ছিল মালদা থানার পুলিশ। অবশেষে বুধবার তাকে গ্রেফতার করা হল পুরাতন মালদার সাহাপুর এলাকা থেকেই। জানা গেছে ওই যুবকের নাম সুমন ঘোষ (১৯)। সে ইংরেজবাজারের কাঞ্চনটারের খাসিমারির বাসিন্দা। তবে গত কয়েকমাস ধরে সাহাপুর এলাকায় নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছিল। এর মধ্যে যেমন ছিল গণ্ডগোল পাকানো, তোলাবাজি, হুমকি ও ভীতি প্রদর্শন তেমনই ছিল বেআইনি মাদক কারবার। জানা গেছে, সাহাপুরের এক উঠতি রাজনৈতিক নেতার প্রচ্ছন্ন মদতে অপরাধমূলক কাজ করছিল সে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। তাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। এদিকে বুধবার সাহাপুর এলাকারই রায়পুর থেকে এক মহিলা সমেত তিন জনকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মাদক কারবারি সন্দেহে রায়পুরের এক প্রতিবন্ধী মহিলা ও দুই নাবালককে বুধবার আটক করে রাখে স্থানীয় বাসিন্দারা। ক্রমেই বাড়তে থাকে উত্তেজনা। তবে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলে তারা মাদক কারবারের সঙ্গে যুক্ত কি না। যদিও তাদের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায় নি। ঘটনার তদন্ত করছে মালদা থানার পুলিশ।